আসসালামু আলাইকুম,
আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা পাশ ২০১৮ সাথে।
এবং তখন থেকেই একটা বেসরকারি টেক্সটাইল এ জব করি।জব করার জন্য এবং পারিবারিক সমস্যার জন্য, সেই সাথে সুবিধা মতো ভার্সিটি না থাকায় বিএসসি পড়তে পারিনি।
এখন চাকরির এক পর্যায়ে এসে বিএসসির সার্টিফিকেটের প্রয়োজন মনে করছি, সার্টিফিকেট ছাড়া উপরের পোস্ট এ এপ্লাই করাই কঠিন হয়ে যাচ্ছে। আমার সব কিছু দিক দিয়ে মিলছে অভিজ্ঞতায় মিলছে শুধু একটা কাগজ মানে সার্টিফিকেট এর জন্য আমি আটকিয়ে যাচ্ছি।
এমন অবস্থায় নতুন করে ৪ বছরের কোর্স করতে গেলে সময়ের ব্যপার।
এমন একটা ভার্সিটির সন্ধান পেয়েছি যে তারা ৪ বছরের পরিক্ষাগুলো খুব কম সময়ের ভিতর নিয়ে কোর্স শেষ করিয়ে দিবে। ভর্তির ডেট পিছিয়ে দিবে আর করোনা কালিন অনলাইন এ যে ক্লাস হয়েছে এখন ও হচ্ছে। সেগুলো (মানে আগের পড়াগুলো) যদি আমি অল্প সময়ে করে
আমি যদি পেছনের পড়া গুলো পরিক্ষার জন্য পড়ে নিজেকে তৈরি করে পরিক্ষাগুলো দিয়ে
কম সময়ে সার্টিফিকেট অর্জন করি এটা কি আমার চাকরির জন্য বৈধ হবে?
না অবৈধ। আমি তো আমার দক্ষতার দিক দিয়ে ফিট। সেক্ষেত্রে আমার করনীয় কি হবে?
বা এর পর যদি আমি পাবলিক ভার্সিটি থেকে এমএসসি করে নিই যথাযথ ভাবে সেক্ষেত্রে কি ঠিক হবে। বৈধ হবে।
ঐ সার্টিফিকেট দিয়ে চাকরি করলে চাকরির টাকা কি হালাল হবে? না হারাম হবে দয়া করে জানাবেন।
জাযাকাল্লাহু খইরন