আসসালামু আলাইকুম ,,,তিন মাস আগে আমি আমার হাসবেন্ড এর কাছে তালাক চাই কিন্তু সে কোনভাবেই তালাক দিতে রাজি ছিলনা,তারপর আমি তার কাছে তালাকের অধকার চাই তাতেও সে রাজি ছিলনা,পরে আমি তাকে মিথ্যা বলি যে আমার কাবিন হয়ে গেছে,পরে আমার হাসবেন্ড আমাক বলে অধিকার দিলাম,তখন আমি তাকে প্রশ্ন করি তিন তালাকের অধিকার দিয়েছো?তখন আমার হাসবেন্ড বলে হুম,ভালো থেকো,
এরপর আমি তাকে সত্যি বলে দেই আমার কাবিন হয়নি,তারপর নরমালি কথা বলছিলাম,যেন কষ্ট না পায় তাই তাকে বুঝাচ্ছিলাম সব ঠিক করে নিবো আমরা,
এর পর পরই আমার ঠিক মনে পরছেনা তবে মনে হচ্ছে আমি নিজের নফসের উপর তালাক নিয়েছিলাম,
কিন্তু পরেরদিন আমি নিজের নফসের উপর তালাক নিয়ে নিয়েছিলাম,
এই তিন মাসে আমি অনেক বার নিজের নফসের উপর তালাক নিয়েছিলাম,কিন্তু আমি তাকে বলিনি,
সে বলেছিল যদি অধিকার না দিয়ে অইটা(তালাক) দিয়ে দিতাম তাহলে কি হতো?এই তিন মাস শেষের দিকে এসে আমাক বলে তোমার উপর তালাকের অধিকার নাই,তখন আমি বলেছি একবার বলে ফেল্লে সেতা ফিরিয়ে নেয়া যায়না,আর সেও এই তিন মাসে কখনো অধিকার ফিরিয়ে নিলাম কথাটা বলেনি,
আমাকে সময় টা উল্লেখ্য করেনি,তবে আমি মনে করতাম অধিকার দিলে সেটা ফিরিয়ে নেয়া যায়না,
উপরুক্ত কথায় কি আমি তালাক ধরে নিবো?