আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
10,875 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম
১.আহলান সাহলান শব্দের অর্থ কি?
২. মুুুকাদ্দাস শব্দের অর্থ কি?
জাজাকাল্লাহ খাইরান

1 Answer

+1 vote
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
أَهْل
[আহ্ল] শব্দের অর্থঃ  পরিবার-পরিজন আত্মীয়-স্বজন,অনুসারীবৃন্দ,স্ত্রী,অধিকারী,যোগ্য,উপযুক্ত।
,
سَهْل
[সাহ্ল] শব্দের অর্থঃ  সহজ,সরল,সমতল,কোমল,নরম।
,
أَهَّلَ بِ
[--বি] শব্দের অর্থঃ অভিনন্দন জানানো, স্বাগত জানানো।
,
أَهْلًا ، أَهْلًا وَسَهْلًا
[আহ্লান, আহ্লান ওয়া সাহ্লান]
স্বাগতম! খোশ আমদেদ!
,
হাদীস শরীফে সাহলান শব্দের ব্যবহার

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ زَيْدِ بْنِ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " غَفَرَ اللَّهُ لِرَجُلٍ كَانَ قَبْلَكُمْ كَانَ سَهْلاً إِذَا بَاعَ سَهْلاً إِذَا اشْتَرَى سَهْلاً إِذَا اقْتَضَى " . قَالَ هَذَا حَدِيثٌ صَحِيحٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .

জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলা তোমাদের পূর্বকালের এক লোককে ক্ষমা করে দিয়েছেন। সে যখন বিক্রয় করত নম্রতা দেখাতো, যখন ক্রয় করত বিনয় প্রদর্শন করতো এবং যখন ঋণের তাগাদা প্রদান করত তখনও নম্রতা ও ভদ্রতা প্রদর্শন করত।
(সহীহ, তিরমিজি ১৩২০ ইবনু মা-জাহ (২২০৩), বুখারী)
,
স্বাগত এর সাধারণ আরবী হচ্ছে : ترحيب (তুরহীবুন) তবে আরবীতে কাউকে স্বাগতম জানাতে ব্যবহৃত হয়ে থাকে أهلا و سهلا  (আহলান ওয়া সাহলান) স্বাগতম।
,
যেমন উদাহরন স্বরুপ.
اهلا وسهلا يا اخي
 হে ভাই তোমাকে স্বাগতম।

(০২)
مُقَدَّس [قدس]
[মুক্বাদ্দাস] শব্দের অর্থঃ পবিত্র,উৎসর্গীকৃত।
,
এর বহুবচনঃ
مُقَدَّسَات [قدس]
[মুক্বাদ্দাসাত] শব্দের অর্থঃ পবিত্র বস্তুসমূহ।
,
দাল এ যের দিয়ে পড়া হলেঃ
مُقَدِّس [قدس]
[মুক্বাদ্দিস] শব্দের অর্থঃ  উৎসর্গকারী,শ্রদ্ধাশীল,পুণ্যভূমিতে গমনকারী,তীর্থযাত্রী।
,
কাফ এ ছাকিন দিয়ে পড়া হলে
مَقْدِس ج مَقَادِس [قدس]
[মাক্দিস] শব্দের অর্থঃ পবিত্র স্থান,পুণ্যভূমি।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Jazakallah khayet

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...