আস'সালা মুআলাইকুম , বেশ কিছু দিন আগে এক মহিলার তার স্বামীর সাথে ঝগড়া হয় এবং তার স্বামী তাকে খুব খারাপ ভাবে মারে , তাই মহিলা রাগ করে অন্যত্র চলে যায়, তখন মহিলার স্বামী যখন মহিলাকে বার বার ফেরাতে চায় মহিলা বলে যে "এটাই আপনার শেষ সুযোগ, আরেক বার যদি কখন আমাকে মারেন , that's it , এখানে এই মারা দ্বারা মহিলা স্বামী দ্বারা নির্যাতন কে বুঝিয়েছে , হাসি - মজার সময় হালকা যে মারা হয় তা নয় বা আক্রমনাত্নক ভাবে হাত থেকে কিছু কেড়ে নেওয়া কে ও নয়, সুতরাং
১.এটারা বিধান কি হবে ? আর এটা কি শর্ত যুক্ত তালাক হিসাবে গন্য হবে?
২. যদি গন্য হয় তাহলে হাসি মজার সময় মারাও কি এর অন্তরভুক্ত হবে?
কাবিন নামায় কিছু শর্তে মহিলার তালাকের অধিকার দেওয়া আছে।
৩. স্বামীর যদি তালাকের অধিকার দেওয়ার বেপারে কোনো জ্ঞান না থাকে , সে যদি মনে করে শুধু কোর্টেই এটা সম্ভব তাহলে তার কোনো কথা দ্বারা কি স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে?