আসসালামু আলাইকুম
১।।।আমি আর আমার স্বামী বসে গল্প করছিলাম।।তখন আমি আমার স্বামীকে বলছিলাম জাস্টিন ট্রুডো ও বিল গেস তাদের বউরা কেন চলে যায়।।তখন আমার স্বামী বলে ওরা গেলেও স্বামীর সম্পত্তি পায়।।আমি বললাম তাদের মধ্যে হয়তো ভালোবাসা নেই৷ তখন আমার স্বামী বলে -------আমি তোমাকে ২০ লাখ টাকা দিয়ে দিয়ে দিলাম, তারপর অন্য জায়গায় বিয়ে করলাম,,ওরা এসব করে।।।তখন আমি বললাম আমাকে দিয়ে দিবা মনে,, তখন আমার স্বামী বলে --তোমাকে দিব কেন,, আমি তো তাদের কথা বুঝাতে গিয়ে উদাহরণ হিসাবে বলছি,,তোমাকে উদ্দেশ্য করে বলি নাই,,তাদের কথা বলছি তারা এমন করে।,,,আর বলে সে নাকি কথাটা মনে করো বলে শুরু করছে কিন্তু আমি শুনি নাই,,আমার স্বামী বলে বলে আমার নাকি সন্দেহ আছে।।। এতে কি তালাক পতিত হবে।
২।।।৷ তারপর ১ নং কথাট প্রেক্ষিতে আমি আমি আমার স্বামীকে বলতেছি তুমি উদাহরণ হিসেবে আমাকে কেন বলবা।।আমি এটা পছন্দ করি না তাও কেন বলো,, এগুলো তালাক এর কথা।।।তখন আমার স্বামী বলে তালাক তালাক বলছি আমি ? তখন আমি বললাম এইতো এখন বললা তালাক।।। তখন আমার স্বামী বলে আমি তোমাকে প্রশ্ন করছি যে এগুলে আমি বলছি তোমাকে,, আমি তোমাকে বলি নাই।।তোমাকে প্রশ্ন করেছি।। তখন আমি বললাম বলছো।।তখন আমার স্বামী বলে তোমারে তালাক দিছি এভাবে বলছি আমি ??।।।কিন্তু আমার স্বামী বলে সে নাকি বলছে আমি কি তোমাাকে তালাক দিছি??সে বলে দিছি টা হচ্ছে প্রশ্ন করা।। বলে প্রশ্ন করছি আমি কি তোমাকে তালাক দিছি৷ বলে আমি তোমাকে তালাক কেন দিব।।সে আমাকে বলে এটা তো প্রশ্নবোক কথা,,তোমাকে উদ্দেশ্য করেও বলি নাই।।তোমাকেও বলি নাই।।।প্রশ্ন বোধক কথা বলেছি।। এটা বলছে।।।।হুজুর তখন আমি নিজেও বুঝতে পারছি যে সে আমাকে বুঝাতে চায়ছে যে সে তো এটা কখনো বলে নি।।।যেভাবেই বলুক সে আমাকে প্রশ্ন করেছিল।।।হুজুর যেভাবেই বলুক
এতে কি সমস্যা হবে।।কারন সে তো আমাকে উদ্দেশ্য কিংবা কোন ভাবেই বলে নি।অন্যদের কথা বুঝাতে গিয়ে বলছে।।।