এক মেয়ে তিন তালাকের পর বাবার বাড়িতে ইদ্দত পালন করছে।ইদ্দত পালন অবস্থায় বাচ্চা কান্না করলে বাহিরে নিতে হয়ছে,প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে যেতে হয়ছে,১ দিন বোনের বাড়িতে বেড়াতে গেছিল মন ভালো করার জন্য সেখানে ১ রাত থেকেছে। এইসবে কি ইদ্দত নষট হয়েছে?
কোন সমস্যা হলে এখন করনীয় কি?ইদ্দত পালন কি হয়েছে? আর যদি পাপ হয়ে থাকে তাহলে কি করনীয়? হায়েজ ১ টা সম্পন্ন হয়েছে।