وعليكم السلام ورحمة الله وبركاته
বিসমিল্লাহির
রহমানির রহিম।
জবাব,
আল্লাহ তা'আলা বলেন,
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ
فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ ۚ
سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ
আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম।
কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের
ফল শীঘ্রই পাবে।(সূরা আ'রাফ-১৮০)
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ
اسْمًا مِائَةً إِلاَّ وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ ".
(أَحْصَيْنَاهُ) حَفِظْنَاهُ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ আল্লাহ্ তা’আলার নিরানব্বইটি এক কম একশ’টি নাম আছে।যে ব্যক্তি এগুলো মুখস্থ
করে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। (সহীহ বোখারী-৭৩৯২)
আসমায়ে হুসনা হাদীস দ্বারা প্রমাণিত।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/33358
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
প্রশ্নেল্লিখিত দুটি
অর্থই সঠিক।
কারণ, আরবি
ভাষায় অনেক
ব্যাপকতা আছে।
একটি শব্দ
একাধিক অর্থে
ব্যবহার হয়ে
থাকে। البارئ (আল-বারী)
শব্দটির বেশ কয়েকটি অর্থ রয়েছে। যথা: সঠিকভাবে সৃষ্টিকারী, যিনি সমগ্র বস্তুকে সৃষ্টি
করেছেন, আকৃতি দান
করেছেন এবং অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন। সুতরাং iom থেকে যা শিখেছেন
সেটিও সঠিক তবে তা সংক্ষেপে বলা হয়েছে।