ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাহরাম মহিলাদের দিকে দৃষ্টি দেয়া কতটুকু জায়েয এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বলা হয়,
وأما نظره إلى ذوات محارمه فنقول: يباح له أن ينظر منها إلى موضع زينتها الظاهرة والباطنة وهي الرأس والشعر والعنق والصدر والأذن والعضد والساعد والكف والساق والرجل والوجه،
যৌন উত্তেজিত হওয়ার আশংকা না থাকলে পুরুষ তার মাহরামে আবদিয়্যাহ মহিলার প্রকাশ্য ও অপ্রকাশ্য সৌন্দর্যময় স্থানের দিকে দৃষ্টি দিতে পারবে।সে স্থানগুলো হল,মাথা, চুল,গর্দনা,বুকের উপরি অংশ,কান,বাহু,হাতের কবজি,পায়ের গোড়ালি,পা ও চেহারা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1493
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরের জন্য শরীরের কোনো অঙ্গই সতরের অন্তর্ভুক্ত নয়। স্বামী স্ত্রী পরস্পর ব্যতিত মাহরামের জন্য সতরের সীমারেখা রয়েছে যা উপরে আমরা দেখতে পেরেছি। একজন নারী ঘরের মধ্যে স্বামীর উপস্থিতিতে হিজাব নেকাবের কোনো প্রয়োজনিয়তা নাই। হ্যা, যেহেতু ঘরে ফিরিশতাদের আনাগোনা থাকবে,তাই যথাসম্ভব শালিনতা বজায় রাখা এবং মাথায় কাপড় দিয়ে থাকা উচিৎ। তবে হিজাব পড়া জরুরী নয়।