একজন ভাই ধুমপান তথা সিগারেট খাওয়া ছেড়ে দিতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন।
এক পর্যায়ে আল্লাহর কসম করে শপথ করেছিলেন এই বলে যে, "আমি যদি আর একটা সিগারেট খাই, আল্লাহর কসম তার বিপরীতে ১টা রোজা রাখবো"।
ব্যক্তিটি কঠিন করে আল্লাহর নামে শপথ করার কারণে ভেবেছিল সে তার ধুমপানের অভ্যাস পুরোপুরি ছেড়ে দিতে পারবে। কিন্তু এখনো হঠাৎ হঠাৎ দুশ্চিন্তা বা বিভিন্ন কারণে দুই একটা সিগারেট খাওয়া হয়ে যায়। এবং তার বিপরীতে তিনি কসম অনুযায়ী রোযাও রেখেছিলেন। এখনো হঠাৎ হঠাৎ ধুমপান করে ফেলেন তিনি।
কিন্তু বর্তমানে তিনি গরম ও বিভিন্ন কারণে রোযা রাখতে সমর্থ্য হচ্ছেন না।
১] এখন ঐ ব্যক্তির করণীয় কি?
২] তিনি যেভাবে শপথ করেছিলেন সেটি কি সঠিক পন্থায় ছিল?
৩] তাওবার মাধ্যমে এরকম কঠিন শপথ থেকে ফিরে আসার তথা শপথ তুলে নেয়ার কোন সুযোগ আছে?
[বিঃদ্রঃ তিনি ধুমপান ছেড়ে দিতে সচেষ্ট ]