আসসালামু 'আলাইকুম, এটা আমার একবোনের প্রশ্ন,
"আসসালা-মু 'আলাইকুম
আমার একটা জিনিস জানার ছিল,,,।
আসলে,আমার পিরিয়ড ইররেগুলার ছিল,,,এক মাসের মধ্যে 2/3 বার হতো। তারপর ডাক্তার দেখাই,,,ঔষধ খাওয়ার পর থেকে আল্লাহর রহমতে রেগুলার হয়....
কিন্তু,,,কিছু কারণে,,,,গত মাসে ঔষধ খাওয়া বাদ দেই....তারপর,,19 এপ্রিল পিরিয়ড শুরু হয়,26 এপ্রিল শেষ হয়,,,আগে পরেও এমনই 8/9 দিন থাকে....তাই 26 তারিখ শেষ হওয়ার পর,,আমি কোনো রক্ত দেখতে না পেয়ে নামাজ শুরু করি,,,4 দিন ভালো থাকার পর,আবার 30 এপ্রিল রাত থেকে আবার রক্ত আসা শুরু হয়,,,পরিমাণেও অনেক বেশি,আমি এখন বুঝতে পারছি না,,,,এটা কী ইস্তিহাযা নাকি আবার পিরিয়ড ধরবো,,,।তাই নামাজ ও পড়িনা ...এই বিষয় নিয়ে আমি অনেক দ্বিধায় আছি ...কী করবো বুঝতে পারছি না .....এই বিষয়ে সঠিকটা জানতে পারলে উপকৃত হতাম!"