আসসালামু আলাইকুম
মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন : বিকাশ থেকে আমার কিছু টাকা উত্তলোন দরকার হয় তাই আমার বন্ধুর দোকান থেকে বিকাশ পেমেন্ট অপশন ব্যবহার করে টাকা উত্তলোন করি আমার বন্ধুকে আমি পুরো টাকা দেই কিন্তু বিকাশে আমার রিওয়ার্ড পয়েণ্ট ব্যবহার করার কারনে কিছু টাকা আমার একাউন্টে জমা হয়। আমার প্রশ্ন হলো রিওয়ার্ড পয়েণ্ট ব্যবহার করে আমি যে টাকা আমি ক্যাশ ব্যাক পেলাম এটা কি সুদ হবে?
২. বিকাশের ক্যাশ ব্যাক টাকাটি কখন কখন সুদ হয়?
3. অনেক সময় অনলাইনে আলেমগণ ওয়াজ করার সময় কুরআন এর আয়াত বলে আবার হাদিস আরবীতে বলে। কখন কুরআন এর আয়াত বলতেছে আর কখন আরবীতে হাদিস বলতেছে অনেক আলেমগন বলে দেন কিন্তু যখন মাঝে মাঝে শুধু আরবী বলে আর যদি উল্লেখ না করে তখন আমরা যারা সাধারণ মানুষ আমরা বুঝতে পারিনা কোনটি কুরআন এর আয়াত আর কোনটি হাদিস। এতে কি আমাদের গুনাহ হয়? আমাদের করণীয় কি?