ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-০২)
হারাম ও অবৈধ কাজে সরাসরি সহযোগিতা হারাম।যাকে পরিভাষায় সববে ক্বারীব বলা হয়।যেমন,সুদের হিসাব সংরক্ষণ করা বা মদের গ্লাস এগিয়ে দেয়া। তবে সরাসরি সহযোগিতা না হলে, সেটাতে অবশ্যই রুখসত থাকবে।
গোনাহের কাজে সহযোগিতা করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
92143
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই প্রতিষ্ঠানে ব্যাংকের এবং বিভিন্ন সরকারি চাকুরির প্রস্তুতির পড়াশোনা করানো হয়, সেই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা নাজায়েয হবে না। তবে সরাসরি সুদি কাজে সহযোগিতা করা যাবে না।