প্রশ্ন: কেউ দ্বীন বুঝতে এবং মানতে শুরু করার পর যদি
অন্য কারও পজেটিভ অর নেগেটিভ যেকোনো ওয়েতে স্ট্রং এপ্রোচের কারণে ইনফ্লুয়েন্সড হয়
এবং দ্বীন থেকে বিচ্যুত হয়
তাহলে সেই বিচ্যুত ব্যক্তির বিচ্যুতির গুনাহের ভার থেকে কিছু অংশ কি ইনফ্লুয়েন্সার মানুষটার উপরও বর্তাবে না,
যদিও এতে বিচ্যুত ব্যক্তির গুনাহ কম না হয়ে থাকে?
.
(ব্যক্তির কর্মের দায়ভার তার নিজের, এটা বেসিক কনসেপ্ট। আমি আরও গভীরে গিয়ে জানতে চেয়েছি, তাই এটা শুধু বলবেন না।)
.
.
বি:দ্র:।
কোনো আয়াত, হাদিস বা গ্রহণযোগ্য আলেমের বক্তব্য থেকে দলিলসহ উত্তর দিলে উত্তম হয়।)