আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ ওস্তাদ। আমার এক বান্ধবীর হাসব্যান্ড এর আফ্রিকায় ডিপার্টমেন্টাল দোকান আছে।ওখানকার কৃষ্ণাঙ্গরা দোকানে এসে অনেক খাবার দাবার খায়,যাওয়ার সময় টাকা দিতে না পেরে পণ্যের মূল্য হিসেবে ছিনতাই করা মোবাইল দিয়ে যায়। ওই মোবাইল যদি আমি হালাল টাকা দিয়ে কিনে নিই তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে?
বি:দ্র- কৃষ্ণাঙ্গদের সাথে বেশি বাড়াবাড়ি করলে ওনার ক্ষতি হওয়ার আশংকা আছে।