আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লহ
খুবই দুশ্চিন্তার মধ্যে আছি দয়া করে সাহায্য করবেন। আমি করোনার মধ্যে হেদায়েত পায় আল্লাহর রহমতে, আমার পরিবারে কেউ দ্বীনদার না। এরপর আমি ভার্সিটিতে এডমিশন দেই এবং একটি পাবলিক ইউনিভার্সিটি তে চান্স পায়। আমার জীবনে কখনো ইচ্ছা ছিল না আমি নার্সিং এ পড়বো। ভার্সিটিতে সাব্জেক্ট চয়েস দিতে গিয়ে আমি সেখানে একটা সাব্জেক্ট দেখতে পাই নার্সিং এন্ড হেলথ সাইন্স। তখন আমার মাথায় চিন্তা আসে যেহেতু আমি চাকরি করতে চাই না ভবিষ্যতে তাই এমন একটা সাব্জেক্ট নেয় যেটাতে আমি এমন কিছু শিখতে পারবো যা আমার জীবনে কাজে লাগবে।মানুষের উপকার ও হয়তো করতে পারবো। ওয়াল্লাহি আমার নিয়ত এইটাই ছিল আর আমার ধারণা ছিল না যে পাবলিক ভার্সিটিতে নার্সিং পড়ানো হয় আর সেটাতে ড্রেস কোড মানতে হয়।এখানে ভর্তি হওয়ার ৬মাস পর আমি জানতে পারি যে নার্সিং এ যে ড্রেস কোড থাকে সেটা মানতে হবে আর হসপিটালে প্র‍্যাক্টিস করতে হবে। আমাদের দেশে নার্সিং এর ড্রেস যেমন তেমন। আর পুরুষ পেশেন্ট এর সাথেও ডিল করতে হবে। ওয়াল্লাহি আমি এসব জানতাম না। এখন আমি কালো বোরকা হিজাব নিকাব হাত মোজা পা মোজা পড়ি। আমার ভ্রু ও ঢেকে রাখি। এখন এই অবস্থায় বোরকা ছেড়ে ড্রেস পড়তে হবে এইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার পরিবার নিম্নমধ্যবিত্ত। বর্তমানে অনেক বেশি ঋণগ্রস্ত। আমার বাড়িতে এমন পরিবেশ নাই যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে সেখানে গিয়ে থাকবো। আমাদের ঘরে দুইটা রুম, আমরা চার ভাইবোন আমার বাবা মা এই দুই রুমের মধ্যে থাকতে হয়। আমার ৩ টা ভাই বালেগ। বড়জন ক্লাস টেনে পড়ে। আমি থাকতেও অস্বস্তিবোধ করি। বলছি কারণ আপনারা যেন এটা বোঝেন আমার কাছে বাড়ি ফেরত যাওয়ার উপায় নেই। আমাকে তাদের এতো কষ্টের মধ্যে ও এতো টাকা দিচ্ছেন তারা।
ওয়াল্লাহি আমার বাড়ি ফেরত যাওয়ার উপায় নাই কিন্তু আমি এই বোরখা ছেড়ে ড্রেস ও পড়তে পারবো না। বিশ্বাস করুন আমি পারবো না।
দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিন আমার কি করা উচিত?