ছাত্রী হলে ডাইনিং এ না খেলে টোকেন কেটে ১৫ দিন এর টোকেন ফেরত দেওয়া যায়। বাকি ১৫ দিনের জন্য না খেলেও টাকা দিতে হয়। এক্ষেত্রে নিজের নামে ১৫ টোকেন ফেরত দিয়ে অন্য কোনো ছাত্রীর নামে অবশিষ্ট টোকেন ফেরত দিয়ে বাকী ১৫ দিনের টাকা কালেক্ট করা কি জায়েজ হবে? উল্লেখ্য উক্ত ছাত্রী ৩০ দিন হলে খাচ্ছে। এবং ৩০ দিনের পেমেন্ট ও করেছে।