আসসালামু আলাইকুম
আমার স্বামীর সাথে তেমন কথা হয় না,,কালকে কথা বলার সময় সে বলে খোজখবর নেওয়ার পর আর কি কথা বলবো।তখন আমি বললাম তাহলে তো আপনার সাথে আমার করপোরেট সম্পর্ক,,বিরক্তিকর।। তখন আমার স্বামী বলে বিরক্তিকর হলে কথা বলার কি দরকার।। আমি বললাম কথা না বললে কোন সমস্যা হবে না,,এখন থেকে শুধু সংসারিক কথা আর খোজখবর নিব এর বাইরে কোন কথা বলবো না।।তখন আমার স্বামী বলে ওকে দেখবো কতদিন না বলে থাকো,, এই কথা বলে কল রেখে দিতে চাইছে তখন আমাট রাগ হয়েছে
***তাই আমি রাগে বলছি আল্লাহ নামে শপথ করে বললাম সাংসারিক কথার বাইরে আমি আর কোন কথা বলবো না আপনার সাথে।।তখন সে কল কাটে নি আরো কিছুক্ষণ ঝামেলা হওয়ার পর কল কেটে দিছে।।।
এখন আমার প্রশ্ন হলো এখন যদি তার সাথে আমি বেশি কথা বলি তাহলে কি কসন ভঙ্গপর কারফার কি দিতে হবে আর সেটা কিভাবে দিব।।।আর বিবাহে কি সমস্যা হবে আল্লাহ নামে শপথ করে বলছি বলে