আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আলহামদুলিল্লাহ পরিবার দ্বীনদার,পর্দার ব্যাপারে কঠোর। ইলম শিক্ষায় পারিবারিক সাপোর্ট আছে।
কিন্তু ছেলে পুরোপুরি দ্বীনে ফেরেনি।চেষ্টা করছে। ৫ ওয়াক্ত নামাজ পড়েন,সব সময় জামায়াতে নামাজ পড়েন না। কুরআন সহীহ হয়নি এখনও,চেষ্টা করছেন। দাঁড়ি আছে। পাঞ্জাবি পড়েন,তবে চাকরিতে গেলে পড়েন না। হালাল হারাম সম্পর্কে সচেতন। তিনি এমন জীবনসঙ্গী খুজছেন যাতে দ্বীনি ইলম বাড়াতে পারেন।
কিন্তু আমার চাওয়া গুলো আরও বেশি। আলহামদুলিল্লাহ আমি অনেক ইলম, আমল অর্জন করার চেষ্টা করছি।
কোয়েশ্চন :
১. এমন ছেলে কি বিয়ে করা আমার জন্য কল্যাণকর হবে?