ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রীর মধ্যে নির্দিষ্ট বয়সের কোনো তফাৎ নাই।বরং যে কোনো বয়সের কাউকে অন্য যে কেউ বিয়ে করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' ২৫ বৎসর বয়সে চল্লিশোর্ধ নারীকে বিয়ে করেছিলেন।এবং পঞ্চাশোর্ধ অবস্থায় ৬/৯ বৎসরের মহিয়সী নারী আম্মাজান আয়েশা রাযির সাথে সংসার শুরু করেছিলেন।
হ্যা, সাধারণত স্বামীর বয়স থেকে দুয়েক বৎসর কম হওয়াটা উচিৎ যাতেকরে স্ত্রীকে ফরমায়েশ করা যায় এবং চলাফেরা করতে সুবিধা হয়। জান্নাতে নারী পুরুষগণ সমবয়স্ক হবে।
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً *فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا*عُرُبًا أَتْرَابًا
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।কামিনী, সমবয়স্কা। (সূরা ওয়াকেয়া-৩৬-৩৭)
মুআয ইবন জাবাল (রাঃ) থেকে বর্ণিত।
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ أَبْنَاءَ ثَلاَثِينَ أَوْ ثَلاَثٍ وَثَلاَثِينَ سَنَةً " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَبَعْضُ أَصْحَابِ قَتَادَةَ رَوَوْا هَذَا عَنْ قَتَادَةَ مُرْسَلاً وَلَمْ يُسْنِدُوهُ .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতীরা লোমহীন, শ্মশ্রুহীন, কাজলটানা চোখ বিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছরের যুবকরূপে জান্নাতে দাখিল হবে।(তিরমিযি-২৫৪৭)