আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
123 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (14 points)

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এক ভাই আমাকে বলছিল যে, ভালো মন্দ সবই আল্লাহ তায়ালা তৈরি করেছেন। আমরা যা মন্দ কাজ করি তারও সৃষ্টি নাকি আল্লাহ ই করেছে, আমরা করি নাই। তার মতে মন্দ আল্লাহ তৈরি করেছেন।আর এটা কেউ যদি বিশ্বাস না করে সে নাকি কাফির, কারন তার যুক্তি হলো এখানে নাকি তাওহীদুল খালিকিয়াকে অস্বীকার করা হয়েছে। আল্লাহ ই নাকি মন্দের খালিক। এখন প্রশ্ন হচ্ছে মন্দ কি আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহ তৈরি/সৃষ্টি করেছেন। আল্লাহর কোন সৃষ্টি বা হুকুম কি মন্দ হতে পারে? মাখলুক যে মন্দ কাজ করে তাও কি আল্লাহ সৃষ্টি করেন? তাহলে আমাদের কি স্বাধীন ইচ্ছা শক্তি নেই?

আমি যতটুকু জেনেছি আল্লাহ তো আল-ওয়াদুদ, আল-আ'লিম, তাহলে তিনি মন্দ তৈরি করেন এটা তো হতেই পারে না। আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে তা আল্টিমেটলি, সার্বিক দৃষ্টিতে সবই ভালো। কারন তিনি তো আল-ওয়াদুদ। আর দুনিয়ায় যারা মন্দ কাজ করে আল্লাহ সাময়িক সময় তা অনুমতি দেন। আখিরাতে আল্লাহ তো তাদের জাহান্নামে শাস্তি দিবেন।

আহলে সুন্নাতওয়াল জামায়াতের আকিদা কি এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো মন্দ,গোনাক করা বা না করা, এই দু্ইটি যোগ্যতা মূলত আল্লাহর পক্ষ্য থেকেই হয়ে থাকে, আর এজন্য আল্লাহর বলছেন,
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। (সূরা বালাদ-১০-১১)

অর্থাৎ গোনাহ করা বা না করা উভয়টির যোগ্যতা আল্লাই দিয়ে থাকেন, তবে এখতিয়ার করা বা চয়েজ করার দায়িত্ব বান্দার। যে কোনো একটিকে চয়েজ করার পর উক্ত কাজ সংগঠিত করার শক্তি সামর্থ্যও আল্লাহ দিয়ে থাকেন। ভালো মন্দ থেকে যে কোনো একটি বাচাই করার উপরই মূলত শাস্তি ও পুরুস্কার দেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 13502 


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আহলে সূন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস হল, ভালো মন্দ, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। বাচাই করার দায়িত্ব বান্দার। বাচাই করার পর উক্ত কাজ সংগঠিত করার ক্ষমতাও আল্লাহ দিয়ে থাকেন। বান্দাকে বাচাই করার উপর শাস্তি অথবা পুরুস্কার দেওয়া হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...