ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো মন্দ,গোনাক করা বা না করা, এই দু্ইটি যোগ্যতা মূলত আল্লাহর পক্ষ্য থেকেই হয়ে থাকে, আর এজন্য আল্লাহর বলছেন,
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
বস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। (সূরা বালাদ-১০-১১)
অর্থাৎ গোনাহ করা বা না করা উভয়টির যোগ্যতা আল্লাই দিয়ে থাকেন, তবে এখতিয়ার করা বা চয়েজ করার দায়িত্ব বান্দার। যে কোনো একটিকে চয়েজ করার পর উক্ত কাজ সংগঠিত করার শক্তি সামর্থ্যও আল্লাহ দিয়ে থাকেন। ভালো মন্দ থেকে যে কোনো একটি বাচাই করার উপরই মূলত শাস্তি ও পুরুস্কার দেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
13502
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আহলে সূন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস হল, ভালো মন্দ, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। বাচাই করার দায়িত্ব বান্দার। বাচাই করার পর উক্ত কাজ সংগঠিত করার ক্ষমতাও আল্লাহ দিয়ে থাকেন। বান্দাকে বাচাই করার উপর শাস্তি অথবা পুরুস্কার দেওয়া হবে।