ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাজে যদি হঠাৎ মনে মনে কনফিউশান হয় যে, সূরা মিলালাম কিনা? বা তাশাহুদ পরলাম কিনা? তাহলে তাহাররি তথা গভীর চিন্তাভাবনা করে কোনো একদিককে নির্দিষ্ট করে সেই অনুযায়ী নামায পড়া এবং শেষে সাহু সিজদা দেয়া।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
1797
যদি সন্দেহের ভিত্তিতে সাহু সিজদা (যা ওয়াজিব হয়নি) দুই সালাম ফিরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে নামায হয়ে যাবে।আর যদি এক সালাম ফিরিয়ে দেয়া হয়, তাহলে উক্ত নামাযকে দোহড়াতে হবে (কিতাবুন-নাওয়যিল-৩/৬৩৯)"
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এরকম হলে প্রবল ধারণার উপর আমল করবেন।তিন তাসবিহ পরিমাণ দেড়ী হলে সাহু সিজদা দিতে হবে,নতুবা প্রয়োজন হবে না।
(২)কোনো দিকে প্রবল ধারণা না হলে, এক্ষেত্রে নামাযকে ভঙ্গ করে আবার পড়ে নিতে হবে।
(৩)আপনার সালাত আদায় হবে কি না? সেটা উপরোক্ত নিয়মনীতির উপর নির্ভর করবে। তারপরও যদি মনের মধ্যে খটকা বাধে, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নিবেন।
(৪) প্রশ্নের বিবরণ অনুযায়ী বুঝা যাচ্ছে, আপনি ওয়াসওয়াসাতে আক্রান্ত। তাই আপনার নামায ভঙ্গের কোনো প্রয়োজনিয়তা নাই, বরং আপনি নামাযকে চালিয়ে যাবেন।