ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
আদব শিক্ষার নিমিত্তে তাকে যে মেরেছেন, সেটা নিন্দনীয় হবে না।তাছাড়া সে যেহেতু বালেগ হওয়ার নিকটবর্তী, তাই তার কাছে ক্ষমা চাইতে হবে না।
(২) তাকে আরো আদব শিক্ষার নিমিত্তে তার নামে নালিশ করতে পারবেন।
(৩) তার সাথে দূর বজায় রাখাই উচিত।
(৪) নিজে মারতে যাবেন না, বরং তার থেকে দূরে থাকবেন।তার অভিভাবককে প্রথমে অবহিত করবেন। অভিভাবকের মৌখিক বা মৌন সম্মতি নিয়ে তাকে আদব শিক্ষা দিতে মৃদু প্রহার করতে পারবেন।
(৫) জ্বী, জায়েয হবে।
(৬) না, নাপাক হবে না।
(৭) যেহেতু আপনি জানেন, সেটা অপেন করলে গান বাহনা, নারীদৃশ্য চলে আসবে, তাই আপনার জন্য এটা অপেন করা জায়েয হবে না।
(৮) এসব লোকদেরকে এক্সেপ্ট করবেন না।
(৯) তাদের কে দাওয়াত দেওয়ার নিয়তে তাদের সাথে চলাফেরা করতে পারবেন।