আসসালামু আলাইকুম
আমি এক রুমের একটা বাসা নিয়েছি কিন্তু সেখানে আলাদা মিটার নাই, আরেকজন ভাড়াটিয়ার সাথে শেয়ারে বিল দিতে হয়। টোটাল যা বিল আসে তার থেকে অর্ধেক করে দুই ভাড়াটিয়া কে নির্দিষ্ট করে দেন বাড়িওয়ালা এবং কিছু টাকা তিনি নিজেও দেন(বাড়িওয়ালা এখানে থাকেন না)
আমি হোস্টেলে থাকি , বিবাহিত জন্য বাসা নেওয়া মাসে হয়তো ৫-৭ দিন সর্বোচ্চ বাসায় গিয়ে থাকা পরবে, অন্য ভাড়াটিয়া রেগুলার থাকেন এবং তার ফ্যামিলিতে সদস্য ও বেশি, তার ফ্রিজ, টিভি আছে।
কিন্তু আমার রুমে শুধু একটা লাইট আর ফ্যান চলবে, আর যে ৫-৭ দিন থাকবো রাইস কুকারে রান্না করবো। (রাইস কুকারে রান্নার কথা শুনে অবশ্য উনি বলেছেন যে উনি তো গ্যাসে রান্না করেন আমি কুকারে রান্না করলে তো বিল বেশি আসবে কিন্তু আমার কথা উনিও তো ফ্রিজ আর টিভি সারা মাস ব্যবহার করেন তাই আমার মনে হয়েছে আমি ৫-৭ দিন রান্না করলেও উনার সমান বিদ্যুৎ ব্যবহার করবো না, এক্ষেত্রে আমি অবশ্যই বাড়িওয়ালা এবং উনার মৌখিক সম্মতি নিয়েই কুকার ব্যবহার করবো ইনশাআল্লাহ,)
আমার ধারণা আমি অপর ভাড়াটিয়ার তুলনায় কোন মাসে ই বেশি কারেন্ট ব্যবহার করবো না।
সে হিসেবে আমার কারনে তার লস হওয়ার সম্ভাবনা নেই।
যদি উভয় ভাড়াটিয়া ই এভাবে ভাড়া দেওয়ার ব্যাপারে সম্মত হ‌ই তাহলে এ বাসায় ভাড়া থাকায় কি কোন সমস্যা আছে? এইভাবে কারেন্ট বিল শেয়ারে দেওয়া কি জায়েয হবে?