এক বোনের প্রশ্ন -
আসসালামু আলাইকুম।
আমি জেনারেল পড়ুয়া,,দ্বীনের বুঝ হওয়ার পর থেকে নামাজ ,রোজা ,, ইসলামী বই পত্র পড়ি, আগে নামাজ পরে , ইবাদত করে অন্তরে প্রশান্তি পেতাম। এখন পাচ্ছি না।
আর কিছুদিন যাবৎ ঈদের পর থেকে আমার নামাজ পড়তে ইচ্ছে করেনা।
ঈদের দিন আর এরপরের দিন নামাজ পড়েছিলাম।এর মাঝে আমাদের বাড়িতে অনেক মেহমান আসে তো আমি তাদের সাথে ফুর্তি আমোদ ঠিকই করি বাট নামাজ পড়িনি আর আগে আমার কুরআন না পড়লে ভালোই লাগতো না,,কিন্তু দিনের পর দিন কুরআনের ধারে কাছে যেতেও ইচ্ছে করে না। ভাবছি নামাজ পড়বো আবারও তওবা করবো কিন্তু নিজের ভিতর একটা অপরাধ বোধ কাজ করে,, পরে যদি আবার নামাজ না পড়ি তাহলে আমার এই তওবার মূল্য কি!!! এসব ভাবনা আসে মনে....
আর এক কথায় আমার এখন কিছু ভালো লাগে না।
আমার মরে যেতে ইচ্ছে করে শুধু....
এখন আমি কি করবো বুঝতেছি না.....