আসসালামুয়ালাইকুম
আমার স্বামী প্রতিমাসে তার বাবা-মার উদ্দেশ্যে বাজার ঘাট করার জন্য কিছু টাকা পাঠায়।
আমার যাকাত যোগ্য কিছু টাকা আছে। আমার অসুস্থ শশুর যাকাত পায় সে ক্ষেত্রে আমি পুত্রবধূ হিসেবে আমার শ্বশুরকে কিছু যাকাতের অর্থ দিতে চাই। আর আমার স্বামী যে টাকাটা প্রতিমাসে তার বাবা-মার খরচের উদ্দেশ্যে পাঠায় সেটা রেখে দিতে চাই কারণ আমাদের সংসারের ব্যয় অনেক, সংকলন হয় না আর যাকাত তো দিতেই হবে।
আমার স্বামীর সংসার চালাতে গিয়ে যে ব্যয় হয় তা আমাদের নিজেদের সংকলন হওয়া কঠিন ।আমার স্বামী যে টাকা আমার শ্বশুরবাড়ি পাঠায় সেই টাকা আমাদের সংসারের কাজে লাগিয়ে আমার ব্যক্তিগত যাকাতের টাকা শ্বশুরবাড়িতে তাদের খরচের জন্য দিয়ে পারবো কিনা ?
আর আমার স্বামী যে টাকা পাঠায় সেটা আমার নিজ সংসারে ব্যয় করতে পারব কিনা?
আমার স্বামী যে টাকা বাড়িতে পাঠায় তার থেকে আমি যে যাকাতের টাকা দিব তা কম হবে না।