وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা বলেন-
خُذْ مِنْ اَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَ تُزَكِّیْهِمْ بِهَا وَصَلِّ عَلَیْهِمْ ؕ اِنَّ صَلٰوتَكَ سَكَنٌ لَّهُمْ ؕ وَ اللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ۱۰۳
‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন এবং আপনি তাদের জন্য দুআ করবেন। আপনার দুআ তো তাদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’-সূরা তাওবা : ১০৩
بدائع الصنائع في ترتيب الشرائع (ج:2، ص:41، و 53، ط:دار الكتب العلمية):
’’و لو تصدق عن غيره بغير أمره فإن تصدق بمال نفسه جازت الصدقة عن نفسه و لاتجوز عن غيره
সারমর্মঃ-
কেহ যদি অন্যের পক্ষ থেকে তার অনুমতি ছাড়াই সদকাহ করে,এক্ষেত্রে সে যদি নিজের সম্পদ হতে সদকাহ করে,সেক্ষেত্রে তাহা নিজের পক্ষ থেকে সদকাহ আদায় হবে।
অন্যের পক্ষ থেকে আদায় হবেনা।
অন্যের পক্ষ থেকে যাকাত আদায় করতে হলে তার অনুমতি নিতে হবে। অন্যথায় সে ব্যক্তির পক্ষ থেকে যাকাত আদায় হবে না।
(রদ্দুল মুহতার ২/২৬৯)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার বাবা যেহেতু আপনাকে না জানিয়ে, আপনার অনুমতি না নিয়েই আপনার পক্ষ থেকে যাকাত আর কুরবানী আদায় করেছে,সুতরাং ঐ যাকাত আর কুরবানী গুলো আপনার বাবার নামেই আদায় হয়েছে।
★আপনার পক্ষ থেকে যাকাত কুরবানী আদায় হয়নি।
এক্ষেত্রে পূর্বের প্রতি বছরের যাকাত আপনাকে এখন প্রদান করতে হবে।
পূর্বের বছর গুলোর কুরবানীর ক্ষেত্রে প্রতি বছরের জন্য একটি করে কুরবানীর পশুর মূল্য গরিব মিসকিনদের মাঝে দান করে দিতে হবে।