আমার বাবা ব্যাংকার, আমার বিয়ের কথাবার্তা চলছে, দুইপক্ষ ই আগে কাবিন করিয়ে রেখে দুই/তিন মাস পর বিয়ের অনুষ্ঠান করে তুলে দিতে চায়। ছেলে দ্বীনদার, আমার এমনিতেই দ্বীনদার কারোও থেকে তেমন প্রস্তাব আসে না, তার উপর বাবা মা মানতেই চাননা যে ব্যাংকের বাবার পদে চাকরি হালাল না, ছেলে জেনেশুনে এগিয়েছে এবং বলেছে বাবার বাড়ি থেকে কিছু নিলে সদকা করে দিবে, বা ঐ পরিমাণ টাকা সদকা করে দিবে। এখন কাবিন এরপর দুই তিন মাস আমাকে বাবার বাসায়‌ থাকতে হবে, এমতা অবস্থায় যদি বাজারের টাকা টা হাজবেন্ড দিয়ে দেয় তাহলে আমি এবং উনি থাকতে পারবো, বাসার খাবার খেতে পারবো? আসলে উনি চাইলেও এখন তুলে নিতে পারবে না, উনি মেস এ থাকে, বাসা খুঁজতে হবে, বিয়ের খরচ আছে, সবমিলিয়ে ২-৩ মাস সময় লাগবে। কি করতে পারি