আসসালামু আলাইকুম
আমি আগে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলাম। আমার কাজগুলো ছিল হারাম হালাল মিশ্রিত বেশিরভাগ হারামই ছিল। আলহামদুলিল্লাহ আমি চাকরিটি ছেড়ে দিয়েছি। কর্মরত অবস্থায় কোম্পানি থেকে আমাকে একটি ইমেইল আইডি দিয়েছিল আমার নামে যেমন (xyz@company name.com)।
এখন আমার আগের বস আমার ইমেইল আইডিটি চাচ্ছে পাসওয়ার্ড সহকারে। ওই ইমেল আইডি দিয়েই বাহিরের কোম্পানির দের সাথে যোগাযোগ করতাম মেইলের মাধ্যমে। কাজগুলো হারাম হালাল মিশ্রিত ছিল যেখানে হারামের পরিমাণে বেশি। এখন আমি আমার মেইল আইডিটি পাসওয়ার্ড সহকারে দিয়ে দিলে অন্য আরেকজন ব্যবহার করবে যিনি আমার জায়গায় আসছে। প্রথম কয়েকদিন আমার নামের ইমেইল আইডি দিয়ে উনি আগের মেইল গুলো পড়ে আইডিয়া নিবে, পরবর্তীতে ইমেইল আইডিটি রিনেম করে আমার নামের জায়গায় তার নাম হবে। এতে করে আমার আগের আদান প্রদান করা মেইলগুলো থেকে যাবে। এখন আমি আমার আগের মেইল গুলো মধ্যে যেগুলো ডিলিট করতে পেরেছি ওইগুলো ডিলিট করে দিয়েছি কিন্তু বেশি ভাগ ডিলিট করতে পারতেছি না কারণ আগের বস ক্ষেপে যাবে এবং এগুলো প্রজেক্টের কাজের সাথে সম্পর্কিত।
আমি অফিসের একজনের সাথে কথা বললাম যে ইমেইল আইডি গুলো কিনেছিল তার সাথে কথা বলে বুঝতে পারলাম আমি যদি ইমেইলে পাসওয়ার্ড নাও দেই উনারা এক্সেস করতে পারবে এবং আমার করা আগের মেইল গুলো থেকে যাবে।
এক্ষেত্রে এখন আমাকে ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে কারণ ইমেইলটি কোম্পানির সম্পদ। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই মেইলগুলো ব্যবহার করে/ মাধ্যমে আরেকজন যদি মেইল আদান-প্রদান করে তাহলে এটা কি আমার গুনাহ হতেই থাকবে?