আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি রাগকে খুব কন্ট্রোল করে চলার চেষ্টা করি। আগে খুব রাগী ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন বেশ ৫ বছরের মত নিজেকে শুধরে নিয়েছি। কিন্তু আমি বিবাহিত। আমার নিয়াত ছিল কখনো আমার স্পাউসের উপর রাগ প্রকাশ করবনা বা তিনি রাগের সময় চুপ থাকার আমল করব। আমি ভুল না হলেও এভাবেই সব সিচুয়েশনে নিজেকে সামলে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু আমার স্পাউস চান আমি যেন রাগ হই, রাগ দেখাই, ভাব দেখাই। মাঝে মাঝে ইচ্ছা করে আমি রাগ হব এমন কিছু করেন। দুয়েকবার আমি রাগ হয়ে যাই খুব। আজ দুদিন হলো আমি রাগ হয়ে খিটমিট করছি। এতে তিনি মজা মজা পান কিন্তু আমার খারাপ লাগছে, চোখে পানি চলে আসছে, আমি এরকম ব্যবহার করায় অভ্যস্থ হতে চাইনা। আমার রাগ কারণসঙ্গত হলেও চাইনা। আমার গুনাহের আশংকাও হচ্ছে। আমি এই রাগে কি গুনাহগার হচ্ছি / তিনি কি গুনাহগার হবেন / আমার কি তাকে সন্তুষ্ট করার জন্য রাগ করা উচিত?