আসসালামু আলাইকুম
শুধুই সন্দেহের ভিত্তিতে কি ফরজ সিজদাহ এক্সট্রা দেওয়া যাবে।মানে ধরুন আমি ৯৫% সিওর আমি দুইটা সিজদাহ ই দিয়েছি শেষ বৈঠকে তারপর শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমি দুয়া মাসুরা শেষে আর ও একটা ফোড়োজ সিজদাহ দিয়ে নিই এবং উভয় দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদাহ অর্থাৎ সাহু সিজদাহ দিয়ে নিই এবং আত্তাহিয়াতু, দরুদ, দুয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নিই এভাবে নামাজ শেষ করি।আমার নামাজ কি হবে সন্দেহের ভিত্তিতে এক্সট্রা ফরজ সিজদাহ দেওয়াতে?