আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম উস্তায আামর ভাই তার বউ কে তালাক দিয়েছে,, কিন্তু তার বউ নাকি শুনে  নাই,, আমার ভাই ছিল এক রুমে তার বউ ছিল আরেক রুম এ ,, আমার ভাই ৩ তালাক বলেছে কিন্তু বউ নাকি শুনে নাই অন্য রুমে সে ছিল  ৩ তালাক নাকি বউ শুনে নাই  এখন জানতে চাইতেছি তালাক হয়েছে কি না

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ-

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর দিকে নিসবত করে তালাক দেয়াই যথেষ্ট।  স্ত্রীকে শোনানো বা স্ত্রীর উপস্থিতি আবশ্যক নয়। 

الدر المختار وحاشیہ ابن عابدين (رد المحتار) :
"[ركن الطلاق].
(قوله: و ركنه لفظ مخصوص) هو ما جعل دلالة على معنى الطلاق من صريح أو كناية."
(ج:3، ص:230ِ ط:سعید)
সারমর্মঃ-
তালাকের রুকন হলো তালাকের অর্থের উপর নির্দিষ্ট শশব্দাবলী। তাই চাহা স্পষ্ট বাক্য হোক,চাই তাহা কেনায়া বাক্য হোক।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ভাইয়ের স্ত্রীর উপর ৩ তালাক পতিত হয়ে গিয়েছে।

এক্ষেত্রে তাদের জন্য ঘর সংসার করা হারাম।
যাহা স্পষ্ট যেনার অন্তর্ভুক্ত হবে।

সুতরাং এমতাবস্থায় দ্রুত পৃথক হয়ে যেতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
আফওয়ান বিরক্ত হবেন না উস্তায প্রশ্ন টা করতে ভুল হয়েছেতাই কমেন্টে দিয়েছি আমি,,, 

আসসালামু আলাইকুম উস্তায আমার ভাই আর তার বউ কে তালাক দেয় তালাক টা পারিবারি ভাবেই হয় যেমন জোর করেই হয়,, এখন আমার ভাই এর বউ সাইন করেছে তালাক এর পেপারে,, কিন্তু আমার ভাই এক রুমে ছিল বউ এক রুম এ ছিল,, এখন আমার ভাই যে তাকে ৩ তালাক দিয়েছে সে নাকি শুনে নাই অন্য রুমে থাকার কারনে এখন আমার জানার বিষয় হল,, 
সাইন করার কারনে কি তালাক হয়ে গেছে তালাক টা করানো হয়েছে জুরা জুরি করে

২) আমার ভাই এর বউ অন্য রুমে ছিল যার কারনে সাথে নাকি শুনে নাই আমার ভাই তাকে কি মানেছে মানে ৩ তালাক যে দিয়েছে এটা শুনে নাই কিন্তু সবায়ই শুনছে আমার ভাই এর বউ  শুনে নাই আমার ভাই বলার আগেই নাকি সে বাহিরে চলে গেছে এখন কি তালাক হয়েগেছে
by (583,020 points)
উপরোক্ত বিবরণ মতে আপনার ভাইয়ের স্ত্রীর উপর ৩ তালাক পতিত হয়ে গিয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...