আসসালামু আলাইকুম,
আমার স্বামী আমেরিকান একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন।উল্লেখ্য যে উনার কোম্পানির কাজ মেডিকেল সার্ভিস রিলেটেড,উনি আমেরিকান ডাক্তারের এসিস্টেন্ট হিসেবে কাজ করেন।উনার কোম্পানি থেকে সব কর্মচারীদের জন্য হেলথ ইন্সুরেন্স এবং কোম্পানির কিছু শেয়ার প্রদান করে। এগুলোর কোনোটার জন্যই তাদের নিজের কোন টাকা দিতে হয় না,জমা করতে হয়না, একাউন্ট খুলতে হয় না অথবা তাদের থেকে কোন টাকা কেটেও রাখে না। সুযোগ-সুবিধা গুলো কোম্পানিই প্রদান করে। সেগুলো কোম্পানি থেকেই তাদেরকে বাধ্যতামূলকভাবে দেয়া হয় প্রত্যেক চাকুরীজীবীদের জন্য।
১. শেয়ার এর ক্ষেত্রে, শেয়ার মার্কেটে তাদেরকে একটা একাউন্ট খুলে দেয়া হয় এবং সেই একাউন্টে এই কোম্পানির শেয়ারটা অটোমেটিক ভাবে যোগ করে দেয়,এর জন্য কোনো টাকা দিতে হয়না,কেটেও রাখে না এবং পরে তাদের সুবিধামতো সময় তারা এই শেয়ার গুলো বিক্রি করতে পারবে। এছাড়াও আমার স্বামী চাইলে নিজে টাকা দিয়ে এই কোম্পানির শেয়ার কিনতে এবং বিক্রি করতে পারবে। যে শেয়ার কোম্পানি বাধ্যতামূলক ভাবে দিচ্ছে এটা কী সে গ্রহণ করতে পারবে? বিক্রি করতে পারবে? আবার চাইলে নিজে এই কোম্পানির শেয়ার কিনতে ও বিক্রি করতে পারবে?
২.এখন আমি নিজেও গুরুতর অসুস্থ ব্যক্তি, চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় আমার স্বামীর পক্ষে বহন করা করা কষ্টকর। সেক্ষেত্রে আমার বা আমার স্বামী সন্তানের জন্য কি এই হেলথ ইন্সুরেন্সের সেবা এবং কোম্পানির শেয়ার ব্যবহার করা জায়েজ হবে?
৩.এখানে আমার আরেকটা জিজ্ঞাসা হলো,উনি যে আমেরিকান ডাক্তারদের সাথে কাজ করেন,এটা বর্তমানে ফিলিস্তিন ইস্যু ,মুসলিম উম্মাহর উপর নির্যাতনের ক্ষেত্রে উনি কোনো গুনাহ বা খারাপ কাজ করে ফেলছেন কী না,আমেরিকার সহযোগী হয়ে মুসলিমদের বিরুদ্ধে পরোক্ষ শত্রু হিসেবে কোনো ভূমিকা রাখছেন কী না?
আমার ভয় হয়,আল্লহ কী নারাজ হচ্ছেন?
দ্রুত উত্তর দিলে উপকৃত হবো,উত্তরের অভাবে রিজিক ও চিকিৎসা ক্ষেত্রে অনেককিছুই করা যাচ্ছে না।
এপ্রুভ করবেন মিং ফাদ্বলিক।