আমার হাসবেন্ড হালাল রোজগার করেন ওনি চাকরি সূএে শহরে থাকেন একা। একা থাকার ফলে ওনার দ্বারা পাপ হয়ে যায়, আমি ওনার সাথে থাকলে এমনটি হয় না। ওনার মা বাবা গামের থাকেন , ওনার বাবার ইনকাম সোর্স বাড়ি ভাড়া দিয়ে কিছু পায় আর বাকি সব ব্যাংকে রাখা,সুদ খায়। আমার হাসবেন্ড বুঝানোর পর ও ওনারা সুদ খাওয়া ছাড়ে না। আমি সম্পূর্ণ হালাল খেতে চাই স্বামীর সাথে থাকতে চাই। আমাকে গ্রামে
রাখলে আমিও হারাম খেতে হচ্ছে, আমি ওনার মা বাবার দেখাশোনাও করতে চাই কিন্তুু ওনারা শহরে ছেলের সাথে ও থাকবে না গ্রামে ওনারা হাস মুরগি পালন করে নানা সমস্যা দেখায়।
ওনার আব্বা আম্মা গ্রামে থাকে বিধায় তারা চায় ওনি আমাকে গ্রামেই রাখুক। সন্তানের কষ্টের কথা ওনারা বুঝার চেষ্টা করেন না,খালি নিজেদের কথা ভাবেন। এতোদিন গ্রামেই
থাকসি এখন হাসবেন্ড তার পাপ থেকে বাচা অন্যান্য সুবিধার জন্য ওনার সাথে শহরে নিয়ে আসতে চান কিন্তুু ওনার আম্মা কোনো ভাবেই মানছে না, মনে কষ্ট নিচ্ছেন, হাসবেন্ডের সিদ্ধান্তে অসন্তোষ।
এখন করণীয় কি?