আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম,
উস্তাদ আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচা জমি নিয়ে problem করে এবং আমাদের থাকার বাসা থেকে আমাদের বের হয়ে আসা লাগে অন্য এলাকায় বিপদে পরে। তারপর ও আমরা সবার সাথে সম্পর্ক রাখি মাঝে মাঝে জাওয়া আসা করি।এরপর আমার এক চাচি বাসায় আসলে জাদু টোনা র আলামত পাই আমরা তাদের থেকে ভয় এ দূরে থাকি কিছু দিন

আরেক চাচা র পরিবার চাচা মারা যাওয়ার পর গেলে অনেক খারাপ বেবহার করে কারণ আমরা তাদের চেয়ে গরিব।এখন আমার চাচারা ফুফুরা সবাই মারা গেসেন।আমরা দেখা করতে গেলে এক পরিবার কোন কারণ ছারাই আমাদের সাথে খারাপ বেবহার করে phone দিলে number block করে রাখে। আর এর একজন realitive খুব মিশতে চায় কিন্তু জাদু র খতির danger থাকে।তারা মাথায় ফু দিএ দে খালি শরির হাত দেয়।
afwan,আমি এত গুলা কথা situation বুঝানোর জন্য লিখসি।

আমরা মুখে বা অন্তর এ কখনই বলি না যে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব। আমরা danger এর কারণ এ এবং খারাপ বেবহার এর কারণে মিশতে পারি না।

আমার প্রশ্ন হচ্ছে এখন তারাও আমাদের খবর নেয় না আমরাও আর খবর নেই না এতে কি আমাদের গুনাহ হবে?

২নং প্রশ্ন আমাদের বিয়ে তে তাদের কে না ডাকলে কি গুনাহ হবে?

বি.দ্র আমার এক relative বলসে আর এক জন relative না কি আমার বাবা কে বান দিয়ে মারসে।
by (12 points)
Question  ta delete korte chai ki vabe korbo?? admin please eta ektu delete kore diben.

1 Answer

0 votes
by (719,440 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَأَجْمَعَ الْعُلَمَاءُ عَلَى أَنَّ مَنْ خَافَ مِنْ مُكَالَمَةِ أَحَدٍ وَصِلَتِهِ مَا يُفْسِدُ عَلَيْهِ دِينَهُ أَوْ يُدْخِلَ مَضَرَّةً فِي دُنْيَاهُ يَجُوزُ لَهُ مُجَانَبَتُهُ وَبُعْدُهُ، وَرَبَّ صَرْمٍ جَمِيلٍ خَيْرٌ مِنْ مُخَالَطَةٍ تُؤْذِيهِ.
উলামাগণ একমত যে, কারো সাথে কথা বললে বা মিলিত হলে যদি তার দ্বীন নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা বা তার দুনিয়া তার জন্য কষ্টকর হবে বলে ধারণা হয়, তাহলে এমন মানুষ থেকে দূরে থাকার জায়েয রয়েছে।অনেক সম্পর্ক বর্জন বা দূরত্ব এমন রয়েছে যা মিলিত হওয়ার চেয়ে অনেক উত্তম। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 61503

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো আত্মীয়র চরিত্র খারাপ থাকলে বা বদ মেজাজী হলে কিংবা তার সাথে চলাফেরা করলে, আর্থিক,শারীরিক, মানসিক, দ্বীনি, দুনিয়াবি ইত্যাদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তখন ঐ আত্মীয় থেকে দূরে অবস্থান করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (12 points)
Please question  ta delete  korye chacchi
Admin amak help korun

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...