আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
প্রিয় মুহতারাম,
আমি একজন মুদি দোকানকার,আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দ্বীনি বিধান মেনে ব্যবসা করার চেষ্টা করি।এমতাবস্থায় আমি আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছি। আমার বাসা উত্তরবঙ্গে। এখন আমাদের দেশে দেশীয় চিনির দাম ভারতীয় চিনির দামের তুলনায় বস্তায় প্রায় ৫০০টাকা ব্যবধান। ভারতীয় চিনি আমদানি না হয়ে বিভিন্ন প্রান্ত দিয়ে দেশে ডুকছে, পরে তা বাজারে বিক্রি হচ্ছে।
এমতাবস্থায় আগে ব্যবধান কম থাকায় দেশীয় চিনি বিক্রি করতে অতটা সমস্যা হয়নি।কিন্তু এখন ব্যবধান বেশি হওয়ায় খুবই সমস্যা হচ্ছে, ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি।আর বাজারের আমি বাদে প্রায় সব দোকানদার তা বিক্রি করছে।এখন সারা দেশেই unofficially ভারতীয় চিনি ডুকছে ও বিক্রিও হচ্ছে।দেশের প্রশাসন, সরকার সবাই অবগত।
এখন এই চিনি ক্রয় করে বিক্রি করা কি জায়েজ হবে????ইংশাআল্লাহ আমার বিষয়টি খতিয়ে দেখে শরয়ী সমাধান জানাবেন।