ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সরকার প্রদত্ব প্রণোদনা এই ২.৫% কি সুদ হবে?
প্রতিউত্তরে বলা যায় যে,
সুদ হলো,ঋণ দিয়ে বিনিময়ে কিছু গ্রহণ করা।যেমন উসূলে ফিকহের সুপ্রসিদ্ধ মূলনীতি
كل قرض جر نفعا فهو ربا
প্রত্যেক ঐ ঋণ যা মুনাফাকে টেনে নিয়ে আসে সেটাই সুদ।
এখানে কিন্তু ব্যাংকে ঋণ রাখা হচ্ছে না।বরং বৈধ পদ্ধতিতে লেনদেনের জন্য সরকার পুরুস্কার দিচ্ছে।
আর সরকারি পুরুস্কার বৈধ।কেননা সরকারী আয়ের সকল উৎস হারাম নয়।বরং বলতে অধিকাংশ উৎসই হালাল।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- ১৩৮৩
সুতরাং ব্যাংক মারফত বিদেশ থেকে রেমিটেন্স আনতে সরকার যে ২.৫% বোনাস দিচ্ছে সেটা জায়েযই হবে। সাথে সাথে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের দিকে গ্রাহককে টেনে নিতে অারো যেই অতিরিক্ত ২.৫% মুনাফা দিচ্ছে, সেটা জায়েয হবে কি না? তা নির্ভর করবে,ব্যাংকগুলো তাদের কোনো খাত থেকে এই প্রণোদনা দিচ্ছে, এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- ১৯০০