আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
.
একজন আর্টসের স্টুডেন্ট এর কাছে সব থেকে দামি বিষয় (বিশ্ববিদ্যালয়ে)/ স্বপ্ন থাকে আইন নিয়ে পড়া।
আর বিশ্ববিদ্যালয় গুলোতে আইন বিভাগে মানবরচিত আইন পড়ানো হয় এবং কেউ এই লাইনে ক্যারিয়ার গড়লে মানবচরিত্র আইন নিয়েই কাজ করতে হয়।
কিন্তু আল্লাহ তো কুরআনে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করেনা তাদের জালেম,কাফের বলেছেন। অনেক আলেমকে এই পেশার মানুষদের তাগুত বলতে শুনেছি।
.
এখন একজন মুসলমান হিসেবে একজন ছাত্রের এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিধান কি (যেখানে অন্য বিষয়ে ভর্তির সুযোগ আছে, তবে এটার মত ভাল [ দুনিয়াবি দৃষ্টিতে ] সাবজেক্ট না।