আসসালামুয়ালাইকুম, আমি গত ১ মাসের অধিক সময় ধরে ইস্তিহাজায় আক্রান্ত। এর মাঝে ১৫ দিন ব্যবধানে দুবার মাসিকের সময় ধরে নিয়েছিলাম আর আজ ২য় বার ধরে নেওয়া মাসিক শেষ হওয়ার ৫ম দিন কিন্তু এই অসুখ সাড়ানোর জন্য হোমিওপ্যাথি খাচ্ছি গত ২ দিন যাবত আর আমার মাসিক বন্ধ না হয়ে নরমাল মাসিকের মতো হয় আর অতি দুর্গন্ধ যুক্ত। উল্লেখ্য যে ২য় বার যে মাসিক এর সময় গেছে সে সময় রক্তের মত লাল মাসিক বাহিত হয়েছে আর একদম দুর্গন্ধ ছিল না। এমতাবস্থায় আমার কি নামাজ চালিয়ে যাওয়া উচিত? নাকি এটা মাসিক ধরে নিয়ে পরবর্তীতে পূর্বের ধরে নেওয়া মাসিকের জন্য কাজা পরে দেওয়া উচিত? জাজাক আল্লাহু খাইরান।