আসসালামু আলাইকুম। আমার বাবার চাচাতো বোনের বিয়েতে দাওয়াত করেছে।মিউজিক থাকবে না। ছেলে মেয়ে একসাথে খাওয়াবে। তবে আমি পর্দার সহিত অন্য কোথাও গিয়ে খাওয়ার চেষ্টা করবো অথবা একই জায়গায় বসে নিকাবের নিচ দিয়ে খাবো।সমাজের নিয়ম অনুযায়ী যারা বিয়ে দেয় তারা আত্মীয়দের ওপর নির্দিষ্ট কোনো উপহার দেওয়ার জন্য ফিক্সড করে। যেমন উমুক উমুক ফ্রিজ, টিভি দিবে ইত্যাদি।এগুলো নাকি চাঁদাবাজির মতো। তাদের বুঝালেও বুঝবে না। এমনি এমনি তারা দাওয়াত খাওয়াবে না। তাহলে খাওয়ার পর টাকা দিতে পারবো?
করণীয় কি?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_240414_092014_235.sdocx-->