ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাজনা সম্বলিত ব্যাকগ্রাউন্ড মিউজিক হারাম ও নাজায়েয।
আবু ওমামা (রাঃ) বলেন,
عَنْ اَبِيْ اُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ تَبِيْعُوا الْقَيْنَاتِ وَلاَ تَشْتَرُوْهُنَّ وَلاَ تُعَلِّمُوْهُنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ.
রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেই লিংক দিয়েছেন, সেখানে ভিজিট করে শুনেছি, এগুলোতে হারাম মিউজিক রয়েছে। বাজনার আওয়াজ রয়েছে, এগুলো ভিডিওতে সেট করা জায়েয হবে না। পাখির আওয়াজ,সাগরের ঢেউয়ের আওয়াজ ইত্যাদি সেট করা যাবে,জায়েয হবে।