আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
253 views
in সাওম (Fasting) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
রোজাবস্থায় কোন মেয়ে যদি তার লজ্জাস্থানে মানে যোনীতে আঙুল প্রবেশ করায় তার দ্বারা কি রোজা ভেঙে যাবে?

হস্তমৈথুনের উদ্দেশ্যে না বা কোন অনুভূতি নিয়ে না,সাদাস্রাব পরিষ্কারের নিয়তে।

এই বিষয়ে সে কোন জ্ঞান ই রাখেনা।এবং জানেওনা কতগুলোতে রোজাতে এমন করে ফেলেছে।এ ক্ষেত্রে করণিয় কী?শুধু তাওবা ইস্তিগফার যথেষ্ট কিনা?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

রোযা অবস্থায় লজ্জাস্থানে আঙ্গুল দিলে রোযা ভঙ্গ হবে কি না? সেটা নির্ভর করে দু'টি জিনিষের উপর
(১) রোযার কথা স্বরণে থাকা।
(২) ভিজা আঙ্গুল লজ্জস্থানের ভিতরে পৌছানো।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোজাবস্থায় কোন মেয়ে যদি তার লজ্জাস্থান তথা যোনীতে শুকনো আঙুল প্রবেশ করায়, তাহলে এদ্বারা রোজা ফাসিদ হবে না। অতিতে রোযা লেখে ভিজা আঙ্গুল যতবার লজ্জস্থানে প্রবেশ করা হয়েছে, সেই রোযাগুলোকে কাযা আদায় করতে হবে।

في الفتاوی الهندية:
"ولو أدخل أصبعه في استه أو المرأة في فرجها لايفسد، وهو المختار، إلا إذا كانت مبتلةً بالماء أو الدهن فحينئذ يفسد؛ لوصول الماء أو الدهن، هكذا في الظهيرية. هذا إذا كان ذاكرا للصوم، وهذا تنبيه حسن يجب أن يحفظ؛ لأن الصوم إنما يفسد في جميع الفصول إذا كان ذاكراً للصوم، وإلا فلا، هكذا في الزاهدي."( كتاب الصوم، الباب الرابع فيما يفسد وما لا يفسد، النوع الأول ما يوجب القضاء دون الكفارة، (١ / ٢٠٤، ط: دار الفكر)

وفي تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشِّلْبِيِّمیں:
"لو أدخلت الصائمة أصبعها في فرجها أو دبرها لا يفسد على المختار إلا أن تكون مبلولةً بماء أو دهن.
(قوله: إلا أن تكون مبلولةً بماء أو دهن) أي فإنه يفسد إن كانت ذاكرةً صومها، قلت: وهذا تنبيه حسن يجب أن يحفظ؛ إذ الصوم إنما يفسد في جميع الفصول إذا كان ذاكراً للصوم وإلا فلا اهـ دراية." (كتاب الصوم، باب ما يفسد الصوم وما لا يفسده، ١ / ٣٣٠، ط: المطبعة الكبرى الأميرية - بولاق، القاهرة )


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
reshown by
আসসালামু আলাইকুম।  সাদাস্রাব পরিস্কারের সময় যাস্ট লজ্জাস্থানের পরদার ভেতরে আঙুল দিলেও কি রোজা venge যাবে? নাহলে তো পরিস্কার করা যাবে না। আর প্রস্রাব ও তো মনে হয় লেগে থাকে অইখানে।।।।।প্লিয জানান।
by (606,750 points)
প্রশ্নের বিবরণমতে রোযা ফাসিদ হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 181 views
...