আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমার বোনকে পাত্র পক্ষ দেখতে এসে সেদিনই তাড়াহুড়ো করে বিয়ে হয়েছিলো ২ বছর আগে।কথা ছিলো, ১মাস পর তাকে অনুষ্ঠান করে শশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে,এর আগ পর্যন্ত আত্নীয়দের বিয়ে সম্পর্কে জানাবে না।
দুঃখজনক ভাবে, বিয়ের পর শশুরবাড়ির লোকজনের থেকে যৌতুকের চাপ,অনুষ্ঠান করা নিয়ম ইত্যাদি বিষয় নিয়ে নানারকম চাপ আসে।এসব বিষয়কে কেন্দ্র করে আমার বোনকে ১০ মাস বাবার বাড়িতে ফেলে রাখে।বোনের স্বামী শহরে চাকরীর সুবাদে আলাদা বাসায় থাকতেন,তিনি অসুস্থ হলে আমার বোন প্রায়ই উনার কাছে যেতেন,উনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া,সেবা করাসহ দায়িত্ব যথাযথ পালন করতো।আমরা নিষেধ করা সত্বেও সে তার স্ত্রীর দায়িত্ব পালন করার জন্য স্বামীর অসুস্থতায় ছুটে যেতো।পরবর্তী আমার বোনের ডিভোর্স হয়ে যায় এসব আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে।
আমার বোন এখনো তার পূর্বের বিয়ে নিয়ে কষ্ট পায়।তার শশুরবাড়ির লোকেদের আচরণ সুবিধাজনক ছিলো না বিধায়, আমরাও আত্নীয় স্বজনদের কাছে বিয়ের কথা জানাইনি।
এখন তাকে পুনরায় বিয়ে দিতে চাচ্ছি।তার পূর্বের বিয়ের কথা গোপন করে বিয়ে দিলে কি গুনাহ হবে?আমার বোন চায় না পূর্বের বিয়ে গোপন করে পরবর্তীতে বিয়ে করতে।
এক্ষেত্রে আমার মা বাবাও ছাড় দিচ্ছে না।উনারাও বিয়ের কথা প্রকাশ করতে চাচ্ছেনা,তাতে সামাজিকভাবে অনেক অপমান,ছোট হতে হবে সবার কাছে এই বিষয়টা ভেবে।
এক্ষেত্রে করণীয় কি?