ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"ফাতাওয়ায়ে হিন্দিয়াতে" বর্ণিত আছে,
وَنَفْسُ التَّرَاوِيحِ سُنَّةٌ عَلَى الْأَعْيَانِ عِنْدَنَا كَمَا رَوَى الْحَسَنُ عَنْ أَبِي حَنِيفَةَ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - وَقِيلَ: تُسْتَحَبُّ وَالْأَوَّلُ أَصَحُّ. وَالْجَمَاعَةُ فِيهَا سُنَّةٌ عَلَى الْكِفَايَةِ، كَذَا فِي التَّبْيِينِ وَهُوَ الصَّحِيحُ، كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
তারাবীহ সুন্নাতে মুআক্কাদা আলাল আইন।যেমন ইমাম আবু-হানিফা থেকে হাসানের রেওয়াতে বর্ণিত আছে।কেউ কেউ অবশ্য মুস্তাহাব ও বলেছেন।তবে প্রথম অভিমতটাই অধিক গ্রহণযোগ্য।এবং জামাতের সাথে তারাবীহের সালাত আদায় করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এভাবেই "তাবয়ীনুল হাক্বাইক্ব" নামক কিতাবে বর্ণিত আছে। এবং "মুহিতে সারাখসীতে" বর্ণিত আছে।(ফাতওয়ায়ে হিন্দিয়া,১/১১৬) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
4047
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) তারাবিহর নামায ২০ রা'কাত পড়তেই হবে। কম পড়লে অবশ্যই গোনাহ হবে। কেননা তারাবিহর নামায সুন্নতে মু'আক্কাদা।
(২) স্বপ্নে অপবাদ দেওয়ার অর্থ যিনি স্বপ্ন দেখছেন, তার সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে, তবে যেহেতু স্বপ্নেই আপনি সত্য কথা বলেছেন, তাই কঠিন পরিস্থিতি আপনার সামনে স্থায়ী না ও হতে পারে। হয়তো সাময়িক সময়ের জন্য এসে চলে যাবে। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দান সদকাহ করেন।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।
(৩) স্বপ্নে লাউ গাছ ভালো।