আসসালামু আলাইকুম উস্তায,
১. আমাদের ভাড়াটিয়া উনার ইনকাম সম্পূর্ণ হারাম। উনি অমুসলিম দেশের রেস্টুরেন্টে কাজ করেন৷ উনার পরিবারও এটা বলেছেন যে, উনার ইনকাম সম্পূর্ণ হারাম। এখন আমাদের কি করা উচিত? আমাদের কি গুনাহ হচ্ছে? আমরা আমাদের দাদীর সাথে খাই। বাকি সব খরচ নিজস্ব ২ টি ফ্ল্যাট আছে ওখান থেকে আসে। ২ টি ফ্ল্যাটের টাকা মাস শেষে প্রায়ই থাকে না । এক্ষেত্রে আমাদের ফ্ল্যাটের ভাড়া থেকে খাবার খরচ চালনো সম্ভব না। এক্ষেত্রে আমাদের করণীয় কি?
২. ঈদের রাতে জেগে থেকে ইবাদত করা উচিত? নাকি ঈশার সালাতের পর ঘুমানো উচিত? কোনটি সুন্নাহ?