আসসালামু আলাইকুম
আমার ৮ মাসের ছোট্ট বেবি হামাগুড়ি দেয়।এত দিন শীত কালে ২৪ ঘন্টা ডায়াপার পড়িয়ে রেখেছিলাম কিন্তু এখন এত গরমে ডায়াপারে খুব rash উঠছে।ডায়াপার ছাড়া রাখতে হচ্ছে।আমার প্রশ্ন হচ্ছে: বাবু সারা ঘরে ফ্লোরে, বিছানায় বালিশে, কোলে প্রসাব করে কিছুক্ষণ পর পর, এমতাবস্থায় কিভাবে নিজেকে পাক রাখব, কিভাবে শরীর পাক রাখব, কিভাবে ঘর,বিছানা,বালিশ পাক রাখব।এসব কিছু কিভাবে পাক রেখে নামাজ পড়ব???
বি:দ্র:বিষয় টা খুব চিন্তিত করে তুলেছে,পীড়া দিচ্ছে।