আসসালামু আলাইকুম হুজুর,
ইমাম সাহেব যদি সূরা বাইয়িনাহ এর ৫নং আয়াতের وذلك دين القيمة এর ذلك কে যদি زلك পড়ে,
সূরা যিলযাল এর 4 নং আয়াতের تحدث কে যদি تحدس পড়ে,
এবং ৭ নং আয়াতে مثقال কে যদি مسقال পড়ে।
তবে আমি মুক্তাদি হিসেবে নামাজ কি শুদ্ধ হয়েছে নাকি আবার পড়ে দিতে হবে?
এগুলো সব এক নামাজের ঘটনা।