আচ্ছালামু আলাইকুম,
আমি একটা ঔষধ কম্পানিতে চাকরি করি। সেই কম্পানিতে যারা গেস্ট্রিকের ঔষধ বানায় তাদের থেকে আমি চেয়ে ৩ পাতা গেস্ট্রিকের ঔষধ নিয়েছি। কিন্তু এখানে কারো কাছে যদি এই ঔষধ দেখে তাহলে চাকরি চলে যায়। আমি যখন ঔষধটা নিছি তখন এটা ভেবে নিছিলাম, যারা বানায় তারা আমাকে ঔষধ দিছে আমি চাওয়াতে আমি তো আর চুরি করতেছি না। কিন্তু পরে ভাবলাম এটা উচিৎ হয়নি আনা এটা যেহেতু পালিয়ে আনতে হইছে তাহলে এটা চুরিই হইছে। এটা ভেবে আমি ঔষধ তাদের কাছে পরেরদিন ফেরত দিতে গেলে তারা বলে এটা ফেরত নেওয়া যাবে না কারন নতুন ব্যাস চালু হইছে। তাই আমি ফেরত দিতে পারিনি। এখন এই ঔষধ আমি কি করবো এটা খাওয়া কি আমার জন্য জায়েজ হবে। বা জায়েজ না হলে কি করলে খেতে পারবো।