আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. আমাদের পরিবারে ৯ জন সদস্য আছেন।এখন সবার মোট ফিতরার টাকা কি ১/২ জন কে দিলে আদায় হবে নাকি ভিন্ন ভিন্ন ৯ জনকে দিতে হবে?
২. ইতেকাফে বসে কি cream দেয়া, চুল আছড়নো যাবে?
৩. অনেক কুরআন খতম করে হুজুরকে টাকা দিয়ে বকশিয়ে দিতে বলেন। এর কি ঠিক?খতমের সুন্নাহ নিয়ম কী?
৪. ছোট ভাই কে ম্যাজেস্টিট বানানোর সপ্ন দেখি তো বর্তমান আইনে ম্যাজেস্ট্যাট হলে কি ইসলামে কোনো বাধা-নিষেধ আছে?
৫. কেউ মারা গেলে সবাই লাশের পাশে বসে বা প্রত্যাকের রুমে বসে তিলাওয়াত করেন,অনেকে ইয়াসিন তিলাওয়াত করেন,তো এটা কি করা যাব? কেউ মারা গেলে আমাদের করণীয় কি?
জাঝাকিল্লাহু খইরান