আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
উস্তাদ, আমার বাবা আমাকে অতিরিক্ত খরচের টাকা দিতো। মানে মা বলতো যে ওদের ১০হাজার লাগবে। কিন্তু আদতে ওতো লাগতো না।
মা এভাবে বলতো কারন বাবা টাকা অপচয় করে খুব।
এভাবে আমাদের থেকে অতিরিক্ত টাকা টা জমিয়ে রাখছে মা।
এখন সেটা বাবা কে দিয়ে দিতে চাচ্ছে।
এক্ষেত্রে কি বিস্তারিত বলতে হবে যে এটা কিভাবে জমানো হয়েছিল??
বললে ভালো হবে নাকি না বললে।
আসলে মিথ্যা বলে টাকা টা জমানো হয়েছিলো এটা বুঝতে পেরে মা সব বলে দিতে চাচ্ছে আর টাকা টাও দিয়ে দিতে চাচ্ছে।
এক্ষেত্রে কি করলে উত্তম হবে??