"ধুর বাবা ভাল্লাগে না"। "ধ্যাত বাবা কি হল এইটা"। চুপ থাক না রে বাপ, এই টাইপ কথা বলে ফেলি অনেক সময়ই। কাল রাতে হাসব্যান্ড এর সাথে কথা বলার সময় " আমি এই ভাবে বাস এ যেতে পারবো না বাবা " এই টাইপ কথা বলে ফেলসি। আমি মিন করছি যে , এভাবে যাওয়া কোন ভাবেই সম্ভব না। এখন কথা হল, ফতোয়া তে তালাক ব্যাপারে বিভিন্ন প্রশ্ন পরে পরে আমার মনের মধ্যে ভয় ডুকে গেসে, কোন কথা বলে ফেললে ভয় পাই যে, ভুল কিছু বলে ফেললাম নাতো? কাল রাতে আমার মনে হচ্ছে , আমি কথা টা বলাতে সম্পর্কের কোন সমস্যা হবে নাতো? আমি কিন্তু একেবারেই মিন করি নি অন্য কিছু। ধুর বাবা, বলার অভ্যাস টা থেকে যাওয়ার কারণে এরকম বলে ফেলসি। আমি স্পষ্টতোই অন্য কোন কিছু মনে করে বলি নি, শুধু অভ্যাস বসতো বলে ফেলসি। আমাকে প্লিজ জানাবেন হুজুর এতে কোন সমস্যা হবে কিনা।